Basic Information:
প্রশিক্ষক : শ্রীমতি স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত, শ্রীমতি রত্না মিত্র, শ্রীমতি শুভমিতা ব্যানার্জী ও শ্রদ্ধেয় ডাক্তার কল্যাণ কুমার গোলদার
Description:
গানসই আয়োজিত রবীন্দ্র সঙ্গীতের কর্মশালা 'গানবিতান'। কর্মশালায় যুক্ত রয়েছেন শ্রীমতি স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত, শ্রীমতি রত্না মিত্র, শ্রীমতি শুভমিতা ব্যানার্জী ও শ্রদ্ধেয় ডাক্তার কল্যাণ কুমার গোলদার। চারজন অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষিত করবেন রবীন্দ্রগান ও সর্বোপরি গান ও কণ্ঠের বিভিন্ন দিক নিয়ে। এই কর্মশালার Recorded online streaming আয়োজিত হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আগ্রহীরা আজই যোগাযোগ করুন রেজিস্ট্রেশন এর জন্য। কর্মশালার সার্বিক সহযোগিতায় Musiana Miles।